কবিতা - পরানের গহীন ভিতর ৩
কবি - সৈয়দ শামসুল হক
আবৃত্তি - সেলিনা জাহান
Kobita - Poraner Gohin Bhitor 3
Kobi - Syed Shamsul Haque
Abritti - Selina Jahan
Copyright - www.bangla-kobita.com
#poetry #abritti #আবৃত্তি #কবি #kabbokobita #kobitanoyau #পরানেরগহীনভিতর
সে কোন বাটিতে কও দিয়াছিলা এমন চুমুক
নীল হয়া গ্যাছে ঠোঁট, হাত পাও শরীল অবশ,
অথচ চাও না তুমি এই ব্যাধি কখনো সারুক।
আমার জানতে সাধ, ছিল কোন পাতার সে রস?
সে পাতা পানের পাতা মানুষের হিয়ার আকার?
নাকি সে আমের পাতা বড় কচি ঠোঁটের মতন?
অথবা বটের পাতা অবিকল মুখের গড়ন?
তুঁতের পাতা কি তয়, বিষনিম, নাকি ধুতুরার?