Blank Video Poster

পরানের গহীন ভিতর ১০ । কবি - সৈয়দ শামসুল হক । আবৃত্তি - সেলিনা জাহান

Mar 11, 2025
কবিতা - পরানের গহীন ভিতর ১০ কবি - সৈয়দ শামসুল হক আবৃত্তি - সেলিনা জাহান Kobita - Poraner Gohin Bhitor 10 Kobi - Syed Shamsul Haque Abritti - Selina Jahan Copyright - www.bangla-kobita.com কে য্যান কানতে আছে- তার শব্দ পাওয়া যায় কানে, নদীও শুকায়া যায়, আকালের বাতাস ফোঁপায়, মানুষেরা বাড়িঘর বানায় না আর এই খানে, গোক্ষুর লতায়া ওঠে যুবতীর চুলের খোঁপায়। বুকের ভিতর থিকা লাফ দিয়া ওঠে যে চিকুর, আমি তার সাথে দেই শিমুলের ফুলের তুলনা, নিথর দুফর বেলা, মরা পাখি, রবি কি নিষ্ঠুর, আগুন লাগায়া দিবে, হবে খাক, তারি এ সূচনা। অথচ আমারে কও একদিন এরও শ্যাষ আছে- আষাঢ়ের পুন্নিমার আশা আর এ দ্যাশে করি না, চক্ষু যে খাবল দিয়া খায় সেই পাখি বসা গাছে, অথচ খাড়ায়া থাকি, এক পাও কোথাও নড়ি না। সকল কলস আমি কালঘাটে শূন্য দেইখাছি, তারে না দেইখাছি তাই দ্যাখনের চক্ষু দিতে রাজি ॥
#Poetry