সখিনা বানুর নায়র যাত্রা । লেখা ও আবৃত্তি - সেলিনা জাহান। Selina Jahan
Mar 11, 2025
কবিতা- সখিনা বানুর নায়র যাত্রা
লেখা ও আবৃত্তি - সেলিনা জাহান
আমার বকবকানিকে অতিষ্ট তুমি,
সেইদিন, পাথরে শত মাথা ঠুকরাইয়া,
দুই হাতে বুক চাপরাইয়াও
আর কোন কথা কওয়াইতে পারবানা।
অভিমানে গাল ফুলায়া,
আমি বসব গিয়া পালকির ভিতর।
বেহারারা হাটা দিব যখন বাপের বাড়ির পথে,
তুমি তখন পিছন পিছন ছুটবা পাগলের মতন-
সখিনা বানু, ও সখিনা বানু,
আমারে কি কইয়া যাও তুমি?
আছারি পিছারি পইরা কাঁনবা শিমুল গাছের তলায়-
একখান কথা কইয়া যাও।
ইশ কথা কি আর অত সস্তা?
জনম ভইরা ম্যালা কথা হুনছি তোমার,
যহন তহন যার তার সামনে ধমকাইছ,
"চুপ কর তো সখিনা বানু।"
Show More Show Less #Performing Arts
#Poetry
#Poetry
#Family & Relationships
#Romance Films
#Romance
#Death & Tragedy

