#AmarBondhuDoyamoy,#আমারবন্ধুদয়াময় ||
রাধারমন দত্তের একটি কালজয়ী গান। শুনে প্রাণমন জুড়িয়ে যায়। বারবার শুনলেও অতৃপ্তি থেকে যায় মনে। আমাদের বিরহী মনে অপ্রাপ্তির এক গভীর ঢেউ তুলে। গানের লিরিক্স:
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয় বন্ধুরে।।
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
#কদমডালেবইসারেবন্ধু
ভাঙ্গকদম্বেরআগা।
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে।।
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তমাল ডালে বইসারে বন্ধু
বাজাও রঙের বাশি।
সুর শুনিয়া রাধার মন
হইলো যে উদাসি রে।।
আমার বন্ধু দয়াময়