গরু মোটাতাজাকরণ করতে যে সকল যত্ন নেওয়া আবশ্যক। Beef Fattening Managements.
গরু মোটাতাজাকরণ করতে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ সকল প্রয়োজনীয় ভ্যাকসিন সঠিক সময়ে প্রদাণ করতে হবে। গরুকে সম্পূর্ণ সুস্থ্য থাকতে হবে। গরুর শরীরে কোন ভিটামনি ও মিনারেলের ঘাটতি থালে চলবে না। -- #Beef_Fattening #Cow_Fattening #গরু #মোটাতাজাকরণ -- পরিশেষে গরু পালনকারি ভাইদের উদ্যেশে বলতে চাই, যত্নই আসল। তবে সঠিক নিয়মে যত্ন নিতে হবে। গরুর যত্নের নিয়ম না জানা থাকায় আমরা ভালো ভেবে ক্ষতি করে থাকি। -- আরো জানতে ভিজিট করুন: https://mishkatbd.com/ -- গবাদিপশু মোটাতাজাকরণ (Beef fattening) করতে যে সকল সাবধানতা অবলম্বন করতে হবে- কম গ্রথের বা কম বয়সী গরু ক্রয় করা যাবে না। দ্রুত বর্ধণশীল ষাঁড় ক্রয় করতে হবে। কম খরচে সবচেয়ে ভালো মানের খাদ্য সরবরাহ করতে হবে। খাদ্য খরচ বেশি হওয়া চলবে না। চিকিৎসা খরচ কম হতে হবে। গরুকে সবসময় সুস্থ্য থাকতে হবে। অসুস্থ্য হলে দ্রুত ভেটেরিনারি ডাক্তারের সেবা গ্রহণ করতে হবে।