গাভীর ড্রাই পিরিওড ম্যানেজমেন্ট ও Lacto stop

4K views Feb 5, 2024

mishkatbd.com

সর্বোচ্চ দুধ উৎপাদন ও ম্যাসটাইটিস নিয়ন্ত্রনে গাভীর ড্রাই পিরিওড ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। আলোচনার শুরুতে জেনে নেওয়া যাক গাভী গরুর ড্রাই পিরিওড কী? একটি গাভীর প্রজনন চক্রের যে সময় টিতে দুধ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সে সময় টিকে গরুর ড্রাই পিরিওড বা দুগ্ধহীন সময় বা শুষ্ক কাল বলা হয়। সাধারণত এই সময়টি পুনরায় বাছুর প্রসবের ৪৫-৬০ দিন পূর্ব থেকে পরবর্তি বাছুর প্রসব পর্যন্ত হয়। অর্থাৎ গাভীর সম্ভাব্য বাচ্চা প্রদানের দিন থেকে ৪৫-৬০ দিন আগের সময়টাই গাভীর ড্রাই-প্রিওড।