ছাগলের পিপিআর রোগের চিকিৎসা পদ্ধতি / Goat PPR

36K views Feb 5, 2024

mishkatbd.com

ছাগলের পিপিআর রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানুন। এ রোগটি গবাদিপশু সহ কিছু কিছু বন্যপ্রাণীতে হতে পারে। তবে পিপিআর রোগটি সচরাচর দেখা যায় ছাগল এবং ভেড়াতে। ছাগলের পিপিআর রোগের চিকিৎসা ব্যায় যেমন বেড়ে যায় তেমনি উৎপাদন ব্যাপক কমে যায়। ------ ছাগলের পিপিআর রোগে শনাক্ত ও নামকরণ: আইভরিকোস্টে ১৯৪২ সালে পেস্ট ডেস পেটিটস রুমিন্যান্টস (পি.পি.আর) বা গোট প্লেগ রোগটি প্রথম দেখা যায়। তখন এ রোগকে কাটা (kata) বলা হতো। ১৯৮৭ সালে আরব আমিরাতের একটি চিড়িয়াখানার প্রাণী আক্রান্ত সনাক্ত হয়। এটিই প্রথম ছাগল বা ভেড়া ছাড়াও অন্য প্রাণীতে আক্রান্ত হওয়ার রেকর্ড। ঐ চিড়িয়াখানায় গজলা হরিণ, বুনো  ছাগল ও গেমস বকের দেহে এ রোগ শনাক্ত হয়। ২০০৭ সালে চীনে সর্বপ্রথম এ রোগ সম্পর্কে রিপোর্ট করা হয়। ২০০৮ সালে মরোক্কোতে পি.পি.আর রোগ প্রথম শনাক্ত ও নামকরণ করা হয়। === ছাগলের পিপিআর ভাইরাস: মরবিলি ভাইরাস (Morbillivirus) দ্বারা সংক্রমণের কারণে এই রোগ হয়। দেহের বাইরে এ রোগের জীবাণু বেশিক্ষণ বেচে থাকতে পারে না। এই রোগ খুবই ছোয়াছে ও মৃত্যুর ঝুকি বেশি। ---- ছাগলের পিপিআর রোগের লক্ষণ: আক্রান্ত ছাগলের চোখ, নাক, মুখ থেকে নিঃসৃত তরল পদার্থ ও পায়খানার মাধ্যমে এ রোগ ছড়ায়। আক্রান্ত ছাগলের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সুস্থ প্রাণী আক্রান্ত হতে পারে। আক্রান্ত ছাগলের হাঁচি-কাশির মাধ্যমেও এ ভাইরাস সুস্থ প্রাণীকে আক্রান্ত করতে পারে। ভাইরাস পানি, খাদ্য পাত্র এবং অসুস্থ প্রাণীর ব্যবহৃত আসবাবপত্র দিয়েও এ রোগ ছড়াতে পারে। যেসকল ছাগলের শরীরে জীবাণু আছে কিন্তু এখনও রোগের লক্ষণ প্রকাশ পায়নি সেসব ছাগলের মাধ্যমে রোগ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়ে থাকে। ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম। ছাগলের পিপিআর রোগের টিকা ও রোগ প্রতিরোধ: ছাগলের পিপিআর রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধের সর্বোৎকৃষ্ট উপায় হলো ছাগল ও ভেড়াকে নিয়মিত টিকা / ভ্যাকসিন প্রদান করা। --------