হাঁসের খাদ্য, ডাক গ্রোয়ার ফিড ফরমুলেশন

177K views Feb 5, 2024

mishkatbd.com

পারিবারিকভাবে পালিত দেশী হাঁস জলাশয়ে এবং ক্ষেতখামারে চরে জীবন ধারন করতে পারে। কিন্তু উন্নত জাতের হাঁস পালনের ক্ষেত্রে বিশেষ যত্নবান হতে হবে। পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার যেমন – শামুক, ঝিনুক, কাঁকড়া, কেঁচো, শাপলা, ক্ষুদেপানা ছোট মাছ ও নানা ধরনের কীটপতঙ্গ মুক্ত অবস্হায় জলাশয়ে পাওয়া গেলে শুধু সকাল ও বিকালে পরিমিত পরিমান দানাদার খাবার সরবরাহ করলেই চলবে। হাঁসের খাবারের সাথে প্রচুর পরিমাণ পানি সরবরাহ করতে হয়। হাঁসকে শুস্ক খাদ্য দেয়া ঠিক নয়। এদের সবসময় ভেজা ও গুঁড়ো খাদ্য দেয়া উচিত। প্রথমে ৮ সপ্তাহ হাঁসকে ইচ্ছামত খেতে দেয়া উচিত পরবর্তীতে দিনে দু’বার খেতে দিলেই চলে । ---------- শুধু হাঁসের খাবার না। আপনি ডেইরী, পোল্ট্রী বা মৎস্র চাষ খামারী হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি বারের জন্য হলেও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। খামারের সকল প্রয়োজনে- https://www.mishkatbd.com ---------------------------- #হাঁস #খাদ্য #Duck -------------------- About- Facebook- https://www.facebook.com/mishkat24 Twitter- https://www.twitter.com/mishkatbd Website- https://www.mishkatbd.com ---------------------- Click here for more details http://mishkatbd.com/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/

#People & Society