সিলেটে সরকারী গেজেটে তালিকাভূক্তি চায় বাউরী সমাজ |sylhet news |sylhet news today

0 views Oct 12, 2024
publisher-humix

utthor.info

সিলেটে সরকারী গেজেটে তালিকাভূক্তি চায় বাউরী সমাজ | #sylhet_news #sylhet_news_today #banglanews সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত ও জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা এবং কর্মসংস্থানের জন্য সার্বিক সহযোগিতা করতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সরকার প্রধান বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। যাতে দেশের সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীন ভাবে তাদের রুজি-রোজগার, ধর্মকর্ম এবং সংস্কৃতি চর্চা করতে পারেন। এমনকি সংখ্যায় স্বল্প হলে হলেও মূল্যায়ন সবার জন্য সমান। বাউরী সমাজকে সরকারী গেজেটে তালিকাভূক্তি করতে সার্বিক সহযোগীতার আশ^াস দিয়ে তিনি দেশের উন্নয়ন অব্যহত রাখতে সকল সম্প্রদায়ের মানুষের প্রতি সরকারকে সহযোগিতা করার আহবান জানান। সিলেটে সরকারী গেজেটে তালিকাভূক্তি চায় বাউরী সমাজ,বাউরী সমাজ,sylhet news,sylhet news update,sylhet news updates,sylhet news today,bangla news,bangladeshi news,latest bangla news,bangladesh news,top bangla news

#Local News