সিলেটে বধ্যভূমি চিহ্নিত করা দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ |Sylhet News | NJ24

Oct 12, 2024
publisher-openvideo

utthor.info

সিলেটে বধ্যভূমি চিহ্নিত করা দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ | মুক্তিযুদ্ধ চলাকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পুর্নানগর গ্রামের আজির উদ্দিন রাজাকারের বাড়িতে নির্মম নির্যাতনে মৃত্যুবরণকারী মুক্তিকামী মানুষের বধ্যভূমি চিহ্নিত করা এবং সংরক্ষণের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সন্তান কমান্ড। দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল হকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার লুৎফুর রহমান লেবু। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন দেশে বিভিন্ন অপকৌশলে রাজাজাররা প্রতিষ্ঠা পাওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নানা কারণে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের হাতে নির্মম গণহত্যার শিকার হওয়া বধ্যভূমি চিহ্নিত হয় নি। একইভাবে চিহ্নিত হয় নি গোয়াইনঘাটের পুর্ণানগরের বধ্যভূমিও। বক্তারা পুর্ণানগরের বধ্যভূমি চিহ্নিত ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণের দাবি জানান। #sylhet_news #sylhet_news_today #bangla_news #bangla_news_today #NJ24 #sylhet_news_update