বই কেনা (পঞ্চতন্ত্র) : সৈয়দ মুজতবা আলী

0 views Jun 21, 2025

পাঠ : উৎসর্গ রায় আজ বিশ্ব বই দিবস। আজকে কোনোকিছু প্রকাশের পরিকল্পনা আগে থেকে ছিল না। কিন্তু, হঠাৎই মনে হ'ল, আজকে এই রচনাটা পড়া খুবই দরকার। সেই সাথে সৈয়দ সাহেবের ঝাঁপিও খোলা হয়ে যাবে। এটি যখন পড়েছি, তখন গোধূলি লগ্ন। খেয়াল করলে সন্ধ্যারতির ঘণ্টাধ্বনি শোনা যাবে। আমি এখনও কোনো ভয়েস ওভার বুথ তৈরি করতে পারিনি (খরচা আছে তো), তাই শব্দটা পুরোপুরি আটকানো যায়নি। যতটুকু এসেছে, আশা করি শোনায় ব্যাঘাত ঘটাবে না। আমি ইংরেজি কবিতা আবৃত্তিতে মোটেও পারদর্শী নই, তবু এক জায়গায় কয়েক লাইন করতে হয়েছে। সেটুকু সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে গ্রহণ করবেন।


View Video Transcript
#Books & Literature
#Online Media