Blank Video Poster

দাশুর খ্যাপামি (পাগলা দাশু) : সুকুমার রায়

Jun 21, 2025
পাঠ : উৎসর্গ রায় এই যে দাশু, আর তার সহপাঠীরা, মনে হয় এরা যেন কতকালের চেনা। আমার স্কুলের বন্ধু সব। সত্যি কথা বলতে কি, আমি যখন ইস্কুলে পড়তাম, নিজের মধ্যে বা আমার বন্ধুদের মধ্যে কখনো দাশু, কখনো বিশু, কখনো নবীনচাঁদকে খুঁজে পেয়েছি। আমাদের মধ্যে কেউ কেউ 'সবজান্তা দুলিরাম'ও ছিল, কেউ বা 'চালিয়াৎ'। নিজের সাথে যতীনের মিল তো ছিলই, আমারও পায়ের চটি টিকত না দু মাসের বেশি। মা বলতো, "পায়ে ক্ষুর লাগানো।" আমার শৈশবের সাথে আগাগোড়া মিশে ছিল পাগলা দাশু। গল্পের চরিত্রগুলো নিজেরই আশেপাশে পেয়ে যেন এক স্বপ্নময় শৈশব যাপন করতাম। ইশকুল কি আজকাল আর তেমন আছে? তার পোড়ো‌দেরই কি ফুসরত আছে অফুরান শৈশব উপভোগের? জানি না। পাগলা দাশু এখনো আছে ছাপার অক্ষরে, কিম্বা কথকের কণ্ঠে। আমিও পড়লাম আজকের শিশুদের জন্য।

View Video Transcript
#Online Media #Children's Literature #Literary Classics