Blank Video Poster

অন্তহীন শূন্যতার কাব্য । লেখা- বাবলূ মওলা । আবৃত্তি- সেলিনা জাহান

Apr 29, 2025
Selina Jahan Logo

Selina Jahan

কবিতা- অন্তহীন শূন্যতার কাব্য । লেখা- বাবলূ মওলা । আবৃত্তি- সেলিনা জাহান আজকাল আর কিছুই হারাতে ইচ্ছে করে না এমনকি, রাস্তায় পড়ে থাকা যাচ্ছেতাই কাগজটুকুও খুব যত্ন করে তুলে রাখতে ইচ্ছে করে। গাছ থেকে যে শুকনো পাতাটি খুব নীরবে ঝরে যায় যে ফুলটি কুঁড়ি থেকে বড় হতে হতে একটি সময়, সবার অলক্ষ্যে ঝরে পড়ে আহা! কী যে মায়া লুকিয়ে থাকে সেখানে! প্রতিদিন পথে-পথে অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে কতজন, কত-কত জন নিজের অজান্তেই নিঃশ্বাসে মিশে যায়