#KareDekhaboMonerDukko, #কারেদেখাবোমনেরদু:খ
রাধারমণ দত্তের অন্যতম কালজয়ী গান। বিচ্ছেদ কিংবা বিরহধর্মী সংগীতে 'কারে দেখাবো মনের দু:খ' গানটি অন্যতম শীর্ষস্থান নিয়ে আছে বহুকাল ধরে। আগামীতেও থাকবে। গ্রামীণ বাংলার শিকড় থেকে সঞ্চারিত এরকম লোকজ গানের বহুল প্রচার অব্যাহত রাখার অভিপ্রায় নিয়ে আমাদের এই ক্ষুদ্রপ্রয়াস। আশা করি গানটি আপনাদের ভাল লাগবে।