Blank Video Poster

মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ইস্তেহার ২০২৪

Dec 7, 2024
rajsekhbd24 Logo

rajsekhbd24

কেন্দ্রের অপশাসনের ফলে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ ভুগছে। এই পরিস্থিতিতে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ইস্তেহার, ২০২৪ পেশ করেছেন, যার উদ্দেশ্য বাংলার অধিকার সুরক্ষিত রাখা ও দেশের রূপান্তরমূলক পরিবর্তন। ১) #DidirShopoth বিনামূল্যে এলপিজি সিলিন্ডার সুনিশ্চিত করবে। 👉প্রত্যেক বিপিএল পরিবার বিনামূল্যে বছরে ১০টি করে এলপিজি সিলিন্ডার পাবে। জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে! ২) সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের গ্যারান্টিযুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিক ন্যূনতম দৈনিক ৪০০ টাকা মজুরি পাবে #DidirShopoth বর্ধিত আয়, শ্রমিকদের সহায়! ৩)#DidirShopoth সবার জন্য পাকা বাড়ি নিশ্চিত করবে। ◼️ দেশের প্রত্যেক দরিদ্র পরিবারের জন্য পাকা, নিরাপদ এবং সুরক্ষিত বাড়ি নিশ্চিত করা হবে দেশ জুড়ে বাড়ি, হবে সবারই! ৪) #DidirShopoth মানেই সকলের জন্য দুয়ারে রেশনের নিশ্চয়তা!
#Poverty & Hunger #Work & Labor Issues #Public Policy