ফিড মিলে যেভাবে ফিড তৈরি করা হয় | ফিড তৈরির ডিজিটাল মেশিন

25K views Feb 5, 2024

mishkatbd.com

১৬ টাকা, মেহেরপুর জেলার গাংনী উপজেলার একটি গ্রামের নাম ১৬ টাকা। ১৬ টাকা গ্রাম মাছ চাষে বিক্ষাত। সম্প্রতি এই ১৬ টাকা গ্রামে একটি আধুনিক, অটোমেটিক কমার্শিয়াল ফিড মিল স্থাপিত হয়েছে। এই ভিডিও টিতে তারই বর্ননা। ফাতেহা পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেড জোড়পুকুর, গাংনী, মেহেরপুর। ০১৭৫২-৭২২৯৭৯ -- ফিড তৈরি করতে ইচ্ছুকদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে। বেশি দামে ফিড না কিনে একই মানের ফিড তৈরি করুন প্রতি বস্তায় সাশ্রয় করুন ৪০০-৫০০ টাকা। প্রতি কেজি ফিড তৈরির খরচ- ব্রয়লার ফিড- ৩.০০ টাকা লেয়ার ফিড- ২.৭০ টাকা ফিসফিড- ২.৫০ টাকা -- মেহেরপুর জেলা কৃষিকাজে বাংলাদেশের একটি অন্যতম জেলা হিসাবে বিবেচিত হয়। সবজি জাতিয় ফসল উৎপাদনে মেহেরপুর জেলা বিক্ষাত। সম্প্রতি সময়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ব্যাপক ভাবে মৎস্য খামার গড়ে উঠেছে। বলাচলে মৎস্য বিপ্লব ঘটেছে। --- #ফিড_মিল #ফিড_তৈরির_মেশিন #ফিড_তৈরি -- ফিড ফরমুলেশনে ও আরো তথ্য জানতে ভিজিট করুন- https://mishkatbd.com/shop/