গরু হিন্দুদের মাতা কিভাবে? গো মাতা হলে পিতা কে? | Lost Eternal Science | The Hindu Network

3K views Jun 27, 2023

hinduhum.net

গরু হিন্দুদের মাতা কিভাবে? গো মাতা হলে পিতা কে? হিন্দুরা বিভিন্ন দেব দেবীর আদলে আসলে প্রকৃতিরই পুঁজা বা সেবা করে। বেদ, উপনষদ, পুরান, সবেতেই প্রকৃতির পুঁজা করার কথা বলা হয়েছে। ঋকবেদে প্রথম অধ্যায় প্রথম সুক্ত অগ্নিদেবের উপর সমর্পিত। সেখানে অগ্নিদ্বীপকে উপাসনা করা হচ্ছে। এই অগ্নিদেবকে, সকল দেবতার পুরোহিত রূপে বলা হয়েছে। এরপর সমগ্র বেদ জুড়ে বিভিন্ন মন্ত্রে ইন্দ্র, বরুণ, রুদ্র, মরুত, প্রভৃতি দেবতার উপাসনা ও তাদের কাছে প্রার্থনার প্রমাণ পাওয়া যায়। আবার এই বেদে এদেরকে এক ও অভিন্ন বলেও উল্লেখ করা হয়েছে: ইন্দ্রং মিত্রং বরুণমগ্নিমাহুরথো দিব্যঃ স সুপর্ণো গরুত্মান্৷ একং সদ্বিপ্রা বহুধা বদন্ত্যগ্নিং যমং মাতরিশ্বানমাহুঃ। অর্থাৎ; ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, মরুত, সুপর্ণ, যম, প্রভৃতি গুরুত্ববান দেবতারা একই সত্যের অভিন্ন রূপ। বিপ্ৰ গন তাহাদেরকে বিবিধ বলে থাকেন। #Hindu