Up next in 10
কবিতা - টাকার রচনা । কবি - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ । আবৃত্তি - সেলিনা জাহান
কবিতা- টাকার রচনা ।
কবি- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ।
আবৃত্তি- সেলিনা জাহান
টাকার রচনা :
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
টাকা তিন বেলা পেট ভ'রে খায়।
টাকা চাইনিজ রেস্তোরাঁয় যায়। হাসে। টাকা গান গায়।
সোনারগাঁয়ে লাঞ্চ করে টাকা। টাকা মিলাদ দেয়।
এক বেলা কাঙালি ভোজের আয়োজন করে।
টাকা, কোরবানির গরু কেনার প্রতিযোগিতায় নামে।
গরুর গলায় মালা ঝোলে, ক্রেতা জিন্দাবাদ পায়।
টাকা পাঁচশ পঞ্চান্ন সিগারেট খায়। টাকা মুচকি হাসে।
টাকা বারে, সোনারগাঁয়ে মদের বিল দেয়— পাঁচ, সাত,
দশ হাজার, আরো বেশি— কখনো আরো বেশি।
টাকা স্যুট পরে, বিদেশি জুতোয় ঢাকে শ্রীচরন, চরনের ছিরি!
টাকা কাঞ্চিভরন পরে, সাউথ ইন্ডিয়ান সিল্ক, অর্ডারি জামদানী
মিহি মসলিন। টাকা ঢাকা ক্লাবে যায়। গলফ্স খ্যালে।
তিন তাসে মগ্ন হয় টাকা। টাকা নাচে। স্তন কোমর
Show More Show Less