উটপাখি (ক্রন্দসী) : সুধীন্দ্রনাথ দত্ত

0 views Jun 21, 2025

জীবনানন্দ দাশ বলেছিলেন তিনি আধুনিক বাংলা কাব্যের সবচেয়ে নিরাশাকরোজ্জবল কবি। জীবনানন্দ সম্পর্কে সুধীন দত্তের মনোভাব আজ সকলেরই জানা। তৎসত্বেও জীবনানন্দ দাশ তাঁর সম্পর্কে মূল্যায়ণ করতে কার্পণ্য করেননি। আধুনিক বাংলা কবিতার অন্যতম মহারথী সুধীন্দ্রনাথ দত্ত। কবিত্ব ও পাণ্ডিত্যের এমন অপূর্ব সমন্বয় আধুনিক বাংলা সাহিত্যে খুব সুলভ নয়। তাঁর আরো কিছু কবিতা পরবর্তীতে পাঠ করবার ইচ্ছা আছে। সুধীন্দ্রনাথ দত্তের কবিতার একটা প্রধান বৈশিষ্ট্য হ'ল তার শব্দচয়ন। পড়তে গেলে এমন কিছু শব্দ পাওয়া যায়, যা নতুন পাঠকের কাছে খুবই নতুন। সেসব শব্দের মানে জানলে কবিতার ভাব আরো পরিস্কার হয়। তাই একদম যাঁরা নতুন পাঠক বা শ্রোতা, তাদের জন্য কিছু শব্দের অর্থ এখানে আমি সবিনয়ে দিয়ে দিচ্ছি। আশা করি তারা উপকৃত হবেন। নিষাদ - ভারতবর্ষের একটি প্রাচীন জনজাতি সিকতা - বালি। সিকতাসাগর অর্থ বালির সাগর, মরুভূমি অকারী - যা আর কাজ করছে না। অকারী পালক মানে ঝরে পড়া পালক, যা আর পাখির কাজে লাগবে না। শ্রমণশোভন বীজন - শ্রমণ মানে যিনি পরিশ্রম করেন। বীজন হ'ল পাখা। পরিশ্রমীর আরামের জন্য পাখা। অমারাত - অমাবস্যার রাত। অমানিশা আর অমারাত সমার্থক। নিবিদ - হাড়। লোকোত্তর - যে লোক বা জনসমষ্টি বর্তমান, তাকে অতিক্রম করে যাওয়া অবস্থা লোকায়ত - বস্তুগত দুনিয়া।