ধুপপানি ঝর্না | বিলাইছড়ি (Sagor's Travel Blog)
"ধুপপানি ঝর্না " হঠাৎ করে প্রচুর বৃষ্টি দেখে একদিনের প্লানে রওনা দিলাম বিলাইছড়ির উদ্দেশ্যে। প্লান ছিল ২ দিন এক রাতের। প্রথম দিন বিলাইছড়ি ট্রেইল পরের দিন ধুপপানি ট্রেইল। **কিভাবে যাবেন? : ঢাকা থেকে রাতের কাপ্তাই এর যেকোন বাসে চড়ে কাপ্তাই সকাল সকাল কাপ্তাই থাকবেন। ভাড়া ৫৫০ টাকা। কাপ্তাই থেকে ৮:৩০ বিলাইছড়ির প্রথম লোকাল বোট ছাড়ে। এদের ৮:৩০ মানে ৮:৩০ ই। ২ মিনিটও লেট করবে না। লোকাল বোটে যেটে চাইলে রাতে ১০:৩০ এর বাসে উঠা ভাল। কারন মেঘনা ও ফেনিতে জ্যাম পরার আশংকা থাকে। এছাড়া রিজার্ভ বোটে গেলে ১৫০০ টাকা ভাড়া নিবে। ২-২:৩০ ঘণ্টা পাহাড় ঘেরা কাপ্তাই লেক আপনার রাতের জার্নি ভুলাই দিবে। ১১:০০ টার মধে বিলাইছড়ি গিয়ে রুম ঠিক করে হাল্কা খেয়ে বোট রিজার্ভ করে উঠে পরবেন ন-কাটা আর মুপ্পোছিড়ার উদ্দেশ্যে। আমরা ২ দিনের জন্যে ২৫০০ টাকায় বোট ভাড়া করছিলাম। বাঙ্গালকাটায় যেতে লাগবে ২০-২৫ মিনিট। এখান থেকে একটা গাইড নিয়ে হাটা শুরু করবেন। গাইড ৫০০ টাকা। ন-কাটা আর মুপ্পোছড়া একই ট্রেইল এ। ১:৩০ঘন্টা ট্রেকিং শেষে মুপ্পোছড়া পৌছে যাবেন। পথে ন-কাটা দেখে যাবেন। মুপ্পোছড়ায় ১ ঘন্টা কাটিয়ে ৪:৩০ -৫ টার মধ্যে বিলাইছড়ি থাকতে পারবেন। পরদিন সকাল ৬ টার মাঝে বোটে উঠে পরতে হবে। ২:০০-২:৩০ ঘন্টা পরে উলুছড়ি থাকবেন। ওখান থেকে একটা গাইড নিতে হবে ৫০০ টাকা। আর পানি বেশি থাকলে ৩০০ টাকা দিয়ে ছোট বোট নিতে হবে যেটা রিস্কি অংশটা পার করে দিবে। সবাই সাতার জানলে দরকার হবে না। এরপর হাটা। ২ টা বেশ বড় আর একটা ছোট পাহাড় ঊঠলেই ধুপপানি পাড়া। ২ ঘন্টা সময় লাগবে। পাড়ায় একটা দোকান আছে। পাড়া থেকে ৬০ ডিগ্রি এংগেল এর এক্টা খাড়া পাহাড় নামলেই ধুপপানি ঝর্না। অন্যান্য ঝর্না থেকে ধুপপানি অনেক বৈচিত্রময়। এর পানিগুলা ছড়িয়ে পারে তাই পুড়া ঝর্না সাদা হয়ে থাকে। এজন্যে এর নাম ধুপপানি। আর ঝর্নার নিচে গুহা আছে একটা। ব্যাক করার সময় খাড়া পাহাড়টা উঠতে একটু কষ্ট হবে। টার পর আর উঠা নাই শুধু নামা। ১:৩০ ঘন্টার মধ্যেই বোটের কাছে চলে আসবেন। সেখান থেকে ২:৩০ বোটে করে বিলাইছড়ি। বিলাইছড়ি থেকে ৪:৩০ এ লাষ্ট বোট ছাড়ে। ৬-৬:৩০ এ কাপ্তাই থাকবে। কাপ্তাই থেকে বাসে করে ঢাকা। ঢাকার টিকেট যাওয়ার দিনই করে রাখা ভাল। ঝামেলা মুক্ত থাকবেন। **কোথায় থাকবেন? : বিলাইছড়ি হসপিটাল ঘাটে "নিরিবিলি" নামে একটা ব