শ্রীনগর আমাদের

Jun 13, 2025
SoulCanvas Logo

SoulCanvas

শ্রীনগরের জনতা, একসাথে আমরা চলি, কুকুটিয়া থেকে ভাগ্যকুল, বিজয়ের মন্ত্র বলি ভোটের হাতে আছে শক্তি, নেতৃত্ব দিবে ফের আমরা একজোট থাকি, শ্রীনগর আমাদের। আটপাড়ার মাঠ থেকে শুরু যাত্রা, বাঘড়ায় দিবে ভোটে পরিবর্তনের মাত্রা। বাড়ইখালীতে নতুন স্বপ্নের বাতাস বীরতারায় বদলে যাবে সব ইতিহাস। হাষাড়ার জনশক্তি যেন প্রানের গান, কুলাপাড়ার আলোয় নতুন উদ্দান পাটাভোগ থেকে নব প্রত্যাশা বাক্ত রাঢ়িখাল, শ্যামসিদ্ধি বলছে আমাদের ঐক্য। সোলঘর থেকে গড়ে উঠুক নতুন সকাল, শ্রীনগরের হৃদয়ে ভোটের হালচাল তন্তর-ভাগ্যকুলে পরিবর্তনের সুর, একতায় জনতা তাই ভবিষ্যত ভরপুর।