বন্ধুর জন্য বিজ্ঞাপন - মহাদেব সাহা, কন্ঠ - সামস রবি
বন্ধুর জন্য বিজ্ঞাপন - মহাদেব সাহা, কন্ঠ - সামস রবি আমি একটি বন্ধু খুঁজছিলাম যে আমার পিতৃশোক ভাগ করে নেবে, নেবে আমার ফুসফুস থেকে দূষিত বাতাস; বেড়ে গেলে শহরময় শীতের প্রকোপ তার মুখ মনে হবে সবুজ চায়ের প্যাকেট, এখানে ওখানে দেখা দিলে সংক্রামক রোগ, ক্ষয়কাশ উইয়ে-খাওয়া কারেন্সি নোটের মতো আমার ফুসফুসটিকে তীক্ষ্ণ দাঁতে ছিদ্র করে দিলে, সন্দেহজনকভাবে পুলিশ ঘুরলে পিছে, ডবল ডেকার থেকে সে আমাকে ফেলে দেবে কোমল ব্যান্ডেজ, সে আমাকে ফেলে দেবে ট্রান্সপারেন্ট জাদুর রুমাল, আমি যাবো পাখি হয়ে পুলিশ-স্কোয়াড থেকে জেনেভায় নিরস্ত্রীকরণ সম্মেলনে বলবো – আমি প্রেমিকার পলাতক গুপ্তচর; https://banglakobita.net/mahadevsaha/bondhur-jonno-biggapon/ #banglakobitaabritti #banglarhymes #kobitabangla #kobitaabritti #banglaabritti #banglakobitamedha #banglaromantickobita #banglaaudiokobita #sadkobitainbangla #banglapremerkobita #10banglakobitabongobani