কথোপকথন ৪০ - পুর্ণেদু পত্রী | কণ্ঠ - সামস রবি #banglakobita #abritti #kobita
Oct 26, 2023
কথোপকথন ৪০ - পুর্ণেদু পত্রী | কণ্ঠ - সামস রবি
-ধরো কোনো একদিন তুমি খুব দূরে ভেসে গেলে
শুধু তার তোলপাড় ঢেউগুলো আজন্ম আমার
বুকের সোনালী ফ্রেমে পেনটিং এর মতো রয়ে গেল।
এবং তা ধীরে ধীরে ধুলোয়, ধোঁয়ায়, কুয়াশায়
পোকামাকড়ের সুখী বাসাবাড়ি হয়ে যায় যদি?
-ধরো কোনো একদিন যদি খুব দূরে ভেসে যাই
আমারও সোনার কৌটো ভরা থাকবে প্রতিটি দিনের
এইসব ঘন রঙে, বসন্তবাতাসে, বৃষ্টিজলে।
যখন যেমন খুশী ওয়াটার কালারের আঁকা ছবিগুলো
অম্লান ধাতুর মত ক্রমশ উজ্জ্বল হবে সোহাগী রোদ্দুরে।
-তার মানে সত্যি চলে যাবে?
-তার মানে কখনো যাবো না।
https://www.facebook.com/ShamsROBIpage
https://twitter.com/shamsrobi
https://www.instagram.com/shamsrobi
Show More Show Less 
