কান ধরে পানিতে ডুব দিয়ে জীবনে আর কোন দিন নির্বাচন করবে না! | মেহেরপুর টিভি

Oct 12, 2024
publisher-openvideo

meherpurtv.com

গাংনীতে নির্বাচনে পরাজিত হয়ে পানিতে নাকানি চুবানি কাউন্সিলর প্রার্থীর গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে পরাজিত হয়ে কাউন্সিলর প্রার্থী মকলেছুর রহমান নিজেই নাকানি চুবানি খেয়েছেন। রোববার সন্ধ্যায় তিনি ওয়ার্ডের লোকজনকে ডেকে পানিতে নেমে কান ধরে ডুব দিয়ে ভবিষ্যতে আর নির্বাচনে অংশ নেবেন না বলে প্রতিজ্ঞা করেন। সেই সাথে ভিডিও ধারণ করে একটি অনলাইন নিউজ পোর্টালে পাঠান। ভিডিও তাৎক্ষণিক ভাইরাল হয়ে পড়ে। মকলেছুর রহমান জানান, এলাকার লোকজন তাকে নির্বাচনে অংশ নেয়ার জন্য বলেন। যারা নির্বাচনে দাড়াবার জন্য পিড়াপিড়ি করেছিলেন তারাই তাকে ভোট দেননি। একারণে তিনি আর কোন দিন নির্বাচনে অংশ নেবেন না। গত শনিবার গাংনী পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫ জন মেয়র ও ৪০ জন কাউন্সিলর পদে ভোটযুদ্ধে অংশ নেন।

#Beauty & Fitness