Toke chere jaini kakhano - Mallika Dhar
Feb 25, 2019
#gutipokarsuto
Toke chere jaini kakhano - Mallika Dhar
তোকে ছেড়ে যাইনি কখনো - মল্লিকা ধর
পাঠ : সোমা দত্ত
আবহ : শুভ্রনীল বিশ্বাস
তোকে ছেড়ে যাইনি কখনও
সবসময়েই কাছে কাছে থাকি,
একসাথেই কলাপাতায় সাজিয়ে দিই
চাট্টি গরম ভাত, এক হাতা মুসুর ডাল
একচিমটি লবণ, একটুকরো পাতিলেবু-
খেতে খেতে কত কথা হয়
হাসিকথা দুঃখকথা আনন্দকথা ব্যথাকথা
তবু তুই ভয় পাস আমি দূরে যাবো বলে?
সেই যে তোর বুকের মধ্যে লেবুপাতার গন্ধ ছিল-
আমি বলতাম তোর মধ্যে লেবুর বাগান বুঝি?
আছে সেই বাগান এখনও?
ঐ যে আমাদের সজনেগাছে থাকতো দুটি কাঠবেড়ালী?
Show More Show Less 
