Tumi Ki Dekhechho | Romantic Bangla Sad Song | তুমি কি দেখেছো | বিরহের বাংলা রোমান্টিক গান
32K views
Apr 26, 2025
Song Title: Tumi Ki Dekhechho Singer: Arju Munni Lyric: Pallab Ashfaq Tune: Masud Ahmed Music: Iftekharul Lanin গানের কথা: তুমি কি দেখেছো আমার বুকের মাঝে তুমি কি দেখেছো আমার দুঃখের মাঝে ধিকি ধিকি করে কোথায় আগুন জ্বলে ?? হায় ধুকে ধুকে তবু মন কার কথা বলে ? ভালোবাসো তুমি, ভালোবাসা জানি অন্ধ দেখেও দেখো না কী যে ভালো কী যে মন্দ । দেখোনি হাসির আড়ালে মন ভাসে নোনা জলে !! ভালোবাসো তুমি, ভালোবাসা গাঁথে ছন্দ বুঝেও বোঝো না তারই মাঝে কী যে দ্বন্দ । বুঝোনি কিসের অভাবে মন মরে প্রতি পলে !!
#Music & Audio