যদি নির্বাসন দাও - সুনীল গঙ্গোপাধ্যায়, আবৃত্তি - হুমায়ুন ফরিদী
0 views
Jun 26, 2025
যদি নির্বাসন দাও সুনীল গঙ্গোপাধ্যায় যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাবো! বিষন্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নিনির্মেষ- এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাবো। ধানক্ষেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা, ফেরারী! https://banglakobita.net/sunilgangopadhyay/zodi-nirbason-dao/